/anm-bengali/media/media_files/0UE2CMueIVBzPNHd8h9X.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এলেন কর্ণাটকের নতুন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivkumar)। আজ রবিবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কর্ণাটকের বিধানসভা নির্বাচনে আমরা ১৩৫+ আসন পেয়েছি, কিন্তু আমি খুশি নই। আমার বা সিদ্দারামাইয়ার বাড়িতে কেউ আসবেন না। আমাদের পরবর্তী লক্ষ্য লোকসভা নির্বাচন এবং আমাদের অবশ্যই ভালভাবে লড়াই করতে হবে।‘
আজ রবিবার বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে। আজকের এই অনুষ্ঠানে ডি কে শিবকুমার বলেন, "আমি আপনাদের সবার কাছে কিছু স্বীকার করতে চাই। বিধানসভা নির্বাচনে আমরা যে ১৩৫টি আসন পেয়েছি তাতে আমি খুশি নই। আমাদের ফোকাস সঠিক জায়গায় হওয়া দরকার। কংগ্রেস দলের এখন থেকে প্রতিটি নির্বাচনে ভালো পারফরম্যান্স করা উচিত এবং আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। এই জয় কেবল একটি শুরু । আমাদের এই জেতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
We got 135+ seats in the Assembly elections, but I am not happy, don't come to my or Siddaramaiah's house. Our next target is the Lok Sabha elections and we must fight well: Karnataka Congress President DK Shivakumar addressing party cadre in Bengaluru pic.twitter.com/tm9kPqHy1l
— ANI (@ANI) May 21, 2023