কলকাতায় সৃষ্টি হল ইতিহাস , অবশেষে স্বপ্ন পূরণ মহানগরীর

ভারতে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো। বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়।ভারতে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো।

author-image
আপডেট করা হয়েছে
New Update
metro

নিজস্ব সংবাদদাতা: ভারতে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো (Metro)। বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়।ভারতে প্রথমবার নদীর তলা  দিয়ে ছুটল মেট্রো। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে। তবে আজ ট্রায়াল রান হয়নি বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কবে থেকে এই মেট্রো চলবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।