BIG BREAKING: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! প্রকাশ্যে দিনক্ষণ

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে? আর কয়েক দিনের মধ্যেই জানা যাবে রেজাল্ট। সামনে এলো সেই দিনক্ষণ। মার্কশিট কবে পাওয়া যাবে? এখানে ক্লিক করে জেনে নিন সব।

New Update
exam1

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৪ মে বুধবার উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফল (Result) প্রকাশিত হতে চলেছে, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Higher Secondary Education Council)। দুপুর ১২টায় অনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। সংসদের ওয়েবসাইটে (Council Website) ফলাফল দেখা যাবে দুপুর ১২.৩০টা থেকে। এই বছর মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। তবে ২৪ মে মার্কশিট (Marksheet) দেওয়া হবে না। ৩১ মে থেকে সংসদের অফিস থেকে মার্কশিট বিলি করা হবে। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) টুইট করে আনুষ্ঠানিক ফল প্রকাশের দিনক্ষণ জানালেন।https://wbchse.wb.gov.in/home/ এখানে ক্লিক করে জানতে পারবেন রেজাল্ট।