/anm-bengali/media/media_files/OFTAqcssOOIrr4eB4c2Y.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে প্রচন্ড গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে গত কিছুদিন ধরেই বিকেল হতেই কলকাতায় হচ্ছে ভারী বৃষ্টি। আজ শহর কলকাতায় সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে কলকাতায় ব্যাপক ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়।