/anm-bengali/media/media_files/8ODtdAFoiDoVFZzY0I6L.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যে শুরু হয়েছে ঝড় বৃষ্টি । আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷ বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮. ৫ ডিগ্রী সেলসিয়াস।