পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি, নাজেহাল অবস্থা রাজ্যবাসীর

দেশের একাধিক অংশে নতুন করে তাপপ্রবাহের (Heatwave) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে তীব্র গরম পড়েছে বিহারেও। রাজ্যের তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি পার করেছে।

author-image
SWETA MITRA
New Update
bihar heat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঝড়-বৃষ্টি হলেও গরমের জেরে ফের নাজেহাল অবস্থা হয়ে হয়েছে মানুষের। ফের একবার হু হু করে বাড়ছে তাপমাত্রা (Weather)। দেশের একাধিক অংশে নতুন করে তাপপ্রবাহের (Heatwave) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে তীব্র গরম পড়েছে বিহারেও। রাজ্যের তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি পার করেছে। এদিকে গরমকে জয় করতে মিষ্টি ও সুস্বাদু ছাতু সহ একাধিক পানীয়ের চাহিদা বেড়েছে রাজ্যে। 

জানা গিয়েছে, বিহারে সর্বোচ্চতাপমাত্রারেকর্ডকরাহয়েছে৪৩ডিগ্রিসেলসিয়াস।রাজ্যেরবিভিন্নএলাকায়তাপপ্রবাহেরপরিস্থিতিতৈরিহচ্ছে।দিনেরবেলায়ঘরথেকেবেরহওয়ামানুষেরজন্যকঠিনহয়েপড়েছে।আবহাওয়াকেন্দ্রজানিয়েছে, আগামী২৪থেকে২৫মেপর্যন্তআবারওআবহাওয়ারপরিবর্তনেরসম্ভাবনারয়েছে।বৃষ্টিপাতেরফলেতাপমাত্রাকমেযাওয়ারসম্ভাবনারয়েছে।