সাবধান! রাজ্যে শুরু তাপপ্রবাহ

তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর । আগামী ৩দিন এই তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
Heat

নিজস্ব সংবাদদাতাঃ  ফের তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতর।  হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে , ১৫ ই  মে থেকে আগামী তিন দিন সম্বলপুর, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, দেওগড়, আঙ্গুল, বৌদ্ধ, সোনপুর ও বালাঙ্গির জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।  এছাড়াও রাজ্যের বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে।  সোমবার একথা জানালো ভুবনেশ্বরের আবহাওয়া দফতর।