Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/NLk5T2ac6FKoPbMjjpwr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ধাক্কা খেয়ে সুরক্ষা কবচ নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনায় যে বা যারা অভিযুক্ত তারা সকলেই বিজেপি কর্মী বলে দাবি তৃণমূলের। শুক্রবার দলীয় কর্মীদের দেখতে এসএসকেএমে যান অভিষেক। সেখান থেকে তিনি বলেন, ''বিজেপির গুন্ডাবাহিনীকে, সমাজবিরোধীদের আদালত রক্ষা কবচ দিয়ে রেখেছে। কীভাবে ব্যবস্থা নেবে পুলিশ? এদিকে আমি চাইলে দেবে না রক্ষা কবচ।'' শুভেন্দুর ছত্রছায়ায় যারা রয়েছে তাদেরকেই রক্ষা কবচ দেওয়া হচ্ছে বলে সুর চড়িয়েছেন অভিষেক। হাইকোর্টের একাংশ মদত দিচ্ছে বলেও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us