বদলে গেল পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ? কড়া নিন্দা এই নেতার

পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ ৫ মার্চ থেকে পরিবর্তন করে ২৪ এপ্রিল করায় কড়া ভাষায় সমালোচনা ওড়িশার কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাসের। কী বলছেন তিনি?

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
হগফদ্ঘন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ ৫ মার্চ থেকে পরিবর্তন করে ২৪ এপ্রিল করার ওড়িশা সরকারের সিদ্ধান্তের বিষয়ে ওড়িশা কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস বলেছেন, "... ওড়িশার প্রতিষ্ঠাতা মধুবাবুকে সম্মান না করে বিজু পট্টনায়েকজিকে অসম্মান করছে। বিজেপি সরকার ওড়িশার সংস্কৃতিতে আরও হস্তক্ষেপ করবে। ক্ষমতাসীন বিজেপির দাসের মতো আচরণ করছে বিজেডি। কেন তাঁরা বিজেপিকে ভয় পাচ্ছেন?... এই হল বিরোধী দলের করুণ অবস্থা।

হগফদস্যডফঘ
ফাইল চিত্র