বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, বলছেন 'হজম করা কঠিন'

বিস্ফোরক টুইট করলেন হার্দিক পান্ডিয়া। চমকে গেলেন সবাই।

author-image
SWETA MITRA
New Update
har.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপের আবহে বড় ঝটকা খেয়েছে টিম ইন্ডিয়া। চলতি বছরের বিশ্বকাপ থেকে ছিটকে টিম ইন্ডিয়ার দাপুটে খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এদিকে এই নিয়ে অবশেষে টুইট করলেন হার্দিকপান্ডিয়া। তিনি শনিবারটুইটারেলিখেছেন, 'এটাহজমকরাকঠিনযেআমিবিশ্বকাপেরবাকিঅংশ মিসকরব।আমিদলেরসঙ্গেথাকব, স্পিরিটেথাকব, প্রতিটিম্যাচেরপ্রতিটিবলেতাদেরসঙ্গে উল্লাসকরব।‘ উল্লেখ্য, হার্দিক পান্ডিয়াগোড়ালিতে চোটের কারণে তিনি খেলতে পারবেন না। তারস্থলাভিষিক্তহবেনপ্রসিদ্ধকৃষ্ণ।