New Update
/anm-bengali/media/media_files/zrymAStuslEbtVqwXCPo.jpg)
নিজস্ব সংবাদদাতা: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি রিসোর্টে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার জেরে এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। জানা গেছে, গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্তাজারের একটি রিসোর্টে এই হামলা চলে।ইতিমধ্যেই এই হামলার জেরে শুরু হয়েছে উত্তেজনা। কারা এই হামলা করল তা পুলিশ তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us