নির্বাচনে জয়লাভ ! দেশ জুড়ে শুরু উন্মাদনা

গ্রিসে পালার্মেন্ট নির্বাচনে জয়লাভ করলো নিউ ডেমোক্রেসি পার্টি ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
grrece

নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের রক্ষণশীলরা রবিবার পালার্মেন্ট নির্বাচনে নিরঙ্কুশ  জয়লাভ করেছে।  উল্লেখ্য, নিউ ডেমোক্রেসি পার্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে ছিল।  তবে সরাসরি জয়ের জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি।  এই জয়লাভের পর থেকেই গ্রিস জুড়ে শুরু হয়েছে উন্মাদনা।