কোন দল জিতবে নির্বাচনে ?

গ্রিসে নির্বাচনে এখনও পর্যন্ত এগিয়ে আছে রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি । কে জিতবে নির্বাচন ? শুরু হয়েছে উত্তেজনা ।

author-image
New Update
greece

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার গ্রিসে অনুষ্ঠিত হতে চলেছে পার্লামেন্ট নির্বাচন । এই নির্বাচনে গ্রিসের জাতীয় নির্বাচনে রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) এখনও পর্যন্ত এগিয়ে আছে।  নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , এখনও পর্যন্ত কনজারভেটিভ নিউ ডেমোক্রেসি প্রায় ৩০ % ভোট পেয়েছে  এবং  সিরিজা পার্টি ২০ .১ %  ভোট পেয়েছে। উল্লেখ্য , এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গ্রিসের নাগরিকরা ।