উদ্ধার হল কোটি কোটি টাকার সোনা

বৃহস্পতিবার তামিলনাড়ুর মান্নার উপসাগরে দুটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার সোনা ।

author-image
Srijita
01 Jun 2023
gold tamil

নিজস্ব সংবাদদাতা: মাছ ধরতে গিয়ে উদ্ধার হল কোটি কোটি টাকার সোনা। জানা গেছে ,ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, রাজস্ব গোয়েন্দা অধিদফতর এবং কাস্টমসের যৌথ অভিযানে তামিলনাড়ুর মান্নার উপসাগরে দুটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ২০.২ কোটি টাকা মূল্যের ৩২.৬৮৯ কেজি সোনা জব্দ করা হয়েছে।  প্রাথমিকভাবে মনে করা হয়েছে , এই বিপুল মূল্যের সোনা   শ্রীলঙ্কা থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এই ঘটনার জেরে শুরু হয়েছে তল্লাশি।