New Update
/anm-bengali/media/media_files/R87U4GndW4TZIjr7YDVb.jpg)
নিজস্ব সংবাদদাতা:দিল্লি বিমানবন্দর থেকে ৩,২০৮ গ্রাম সোনা পাওয়া গেছে। যার বাজার মূল্য ১.৬৮ কোটি টাকা। জানা গেছে, এই সোনা নিয়ে চণ্ডীগড় থেকে এক উজবেকিস্তানা যাচ্ছিল এক ব্যক্তি। কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স (এআই) ইউনিট ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us