উদ্ধার কোটি কোটি টাকা সোনা

ফের উদ্ধার হল কোটি টাকা সোনা। অন্ধ্রপ্রদেশে কাকিনাড়া কাস্টমস বিভাগ ১.০৭ কোটি টাকা মূল্যের ১৭৮৪.৫ গ্রাম সোনা জব্দ করেছে।

author-image
New Update
Gold 5

নিজস্ব সংবাদদাতা:  ফের উদ্ধার হল কোটি টাকার  সোনা (Gold) । অন্ধ্রপ্রদেশে ( Andhra Pradesh ) কাকিনাড়া কাস্টমস বিভাগ ১.০৭ কোটি টাকা মূল্যের ১৭৮৪.৫ গ্রাম সোনা জব্দ করেছে। কাকিনাড়ার এলুরুর কাছে কালাপাররু টোল প্লাজায় চেন্নাই থেকে তনুকুগামী একটি প্রাইভেট বাসে করে চোরাচালানের ঘটনাটি ঘটে।  এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।