আগামী ২৬ এপ্রিল চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক!

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকা ভুক্ত করার দাবিতে এবং কুড়মি আন্দোলনের নেতাদের প্রশাসনের অপমান, নির্যাতন ও অসহযোগিতার প্রতিবাদ জানিয়ে আগামী ২৬ এপ্রিল ওই চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।

author-image
Pallabi Sanyal
New Update
ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি

ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে আগামী ২৬ এপ্রিল  ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ১২ ঘন্টার বনধের কর্মসূচির কথা ঘোষণা করল ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। উল্লেখ করা যায় যে কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ১ এপ্রিল থেকে ঘাঘর ঘেরা কর্মসূচি জঙ্গলমহল জুড়ে শুরু করেছে কুড়মি সমাজ। তাই কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকা ভুক্ত করার দাবিতে এবং কুড়মি আন্দোলনের নেতাদের প্রশাসনের অপমান, নির্যাতন ও অসহযোগিতার প্রতিবাদ জানিয়ে আগামী ২৬  এপ্রিল ওই চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজের রাজ্য নেতা শিবাজী মাহাত, কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরেন মাহাত, কৌশিক মাহাত সহ কুড়মি সমাজের অন্যান্য নেতৃত্বরা।