New Update
/anm-bengali/media/media_files/F6mJmM1pN5MHyCTUZhBw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা বলেছেন, জাপানে জি-৭ নেতাদের বৈঠকে রাশিয়ার বিলিয়ন ডলারের হীরা রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করা হবে। কর্মকর্তা বলেন, "আমরা বিশ্বাস করি যে রাশিয়ার হীরা রফতানি সীমাবদ্ধ করা দরকার। এই জি-৭ রফতানি সীমাবদ্ধতা নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর হবে। "
#BREAKING G7 to discuss sanctions on Russian diamonds: EU pic.twitter.com/wZbszcyUKF
— AFP News Agency (@AFP) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us