/anm-bengali/media/media_files/LLg6OTwPOrY2CkXhF5WN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্বু ও কাশ্মীরে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে ডাল লেকের তীরে শ্রীনগরের নিশাত গার্ডেন পরিদর্শন করেছেন জি-২০ প্রতিনিধিরা। উল্লেখ্য, শ্রীনগরে তিন দিনের তৃতীয় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ শেষ হবে। তাই বৈঠকের শেষের আগেই ভারতের বিখ্যাত ডাল লেক পরিদর্শন করলেন জি-২০ দেশের প্রতিনিধিরা। এই সম্মেলনে যোগদান করেছিল বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা।
#WATCH | J&K: G20 delegates visit Srinagar's Nishat Garden, on the banks of Dal Lake.
— ANI (@ANI) May 24, 2023
The 3-day third G20 Tourism Working Group meeting, being held in Srinagar, will conclude today
(Source: DIPR) pic.twitter.com/vARTQnxoV0