/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। জানা গিয়েছে, আজ সোমবার মণিপুরের রাজধানী ইম্ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকজন দুষ্কৃতী মানুষজনের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় সেনা। এমনকি ইম্ফলের চাসাদ অ্যাভিনিউয়ের আইসিআই চার্চেও আগুন ধরিয়ে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী বলে খবর।
Another Church Targeted and Burnt Down by Meitei Mobs.
— KSO Delhi & NCR (@KSODelhi) May 22, 2023
Devastating scenes of ICI Church at Chassad Avenue, Imphal engulfed in flames, a testament to the utter incompetence of our state administration. The people entrusted to protect us have failed miserably, leaving us to face… pic.twitter.com/agI3P4Hnp3