/anm-bengali/media/media_files/vh4jOO4iBij6Ggj2XjLm.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাখমুতে রুশ সেনা মোতায়ন করেছে রাশিয়া। এই নিয়ে এবার মুখ খুলল ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন গ্রুপিংয়ের মুখপাত্র সেরহি চেরাভাতি বলেছেন, রুশ সেনা মোতায়ন করার পর বাখমুতে কমেছে হামলা। তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় বাখমুতে কোন হামলার খবর পাওয়া যায়নি। ' এখন একটাই প্রশ্ন তাহলে কি বাখমুত দখল নিল রাশিয়া ? তবে এই নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে কিছুই জানানো হয়নি।