পেনশন নিয়ে ফের বিক্ষোভ

অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা নিয়ে ফ্রান্সের রাস্তায় ফের বিক্ষোভ। শুক্রবার পেনশন সংস্কার নিয়ে বিল পাশ হবে আর তা আগেই আন্দোলনের ডাক দিল ফরাসি ইউনিয়নগুলি।

author-image
New Update
pro

নিজস্ব সংবাদদাতা: অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা নিয়ে ফ্রান্সের (France) রাস্তায় ফের বিক্ষোভ।  শুক্রবার পেনশন (Pension) সংস্কার নিয়ে বিল পাশ হবে আর তা আগেই আন্দোলনের ডাক দিল  ফরাসি ইউনিয়নগুলি। ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।  গত জানুয়ারি মাস থেকে এই বিক্ষোভের জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।