একই পরিবারের ৪ জনের মৃত্যু, উঠল কান্নার রোল

আবারও একবার জম্মু ও কাশ্মীরে (J&K) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার কেশওয়ান জঙ্গলের ভালনা এলাকায় গতকাল গভীর রাতে তাঁবুর উপর গাছ পড়ে যায়।

author-image
SWETA MITRA
25 May 2023
একই পরিবারের ৪ জনের মৃত্যু, উঠল কান্নার রোল

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার জম্মু ও কাশ্মীরে (J&K) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার কেশওয়ান জঙ্গলের ভালনা এলাকায় গতকাল গভীর রাতে তাঁবুর উপর গাছ পড়ে এক যাযাবর পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। এমনই জানিয়েছেন কিস্তওয়ারের ডিসি ডাঃ দেবাংশ যাদব। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগজন মহিলাই ছিল। গতকাল থেকে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছিল। রাতেও প্রকৃতির এই তাণ্ডবলীলা অব্যাহত ছিল। যে কারণে কিস্তওয়ার শহর থেকে ৫০ কিলোমিটার দূরে কেশওয়ান বনাঞ্চলের ভালনা এলাকায় একটি বড় পাইন গাছ একটি তাঁবুর উপর পড়ে যায়।