New Update
/anm-bengali/media/media_files/gvYx7QhLR9hxnnS5PWNR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন।
/anm-bengali/media/media_files/sGTFbOvPOhy6UkKYLNjG.jpg)
তিনি ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন। ১৯৬১ সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্কুল জীবনে NCC-তে যোগদান করেন তিনি।
/anm-bengali/media/media_files/yxfebXoImza7SnZ14HPC.jpg)
তিনি ১৯৬৪ সালে প্রেসিডেন্সি থেকে বাংলা নিয়ে সাম্মানিক স্নাতক পাশ করেন। কলেজ জীবন থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ হয়। আজ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us