/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাসপাতালে ভর্তি মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী। এদিকে আজ মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ তাঁকে হাসপাতালে দেখতে যান মহারাষ্ট্রের অন্যতম প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন উদ্ধব ঠাকরের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রশ্মি ঠাকরে। তবে বর্তমানে মনোহর যোশীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। দেখুন ভিডিও...
#WATCH | Former Maharashtra Chief Minister Manohar Joshi was admitted to Hinduja Hospital in Mumbai after his health deteriorated. Uddhav Thackeray reaches the Hospital to meet him. pic.twitter.com/iqBJge6wQU
— ANI (@ANI) May 23, 2023