গ্রেফতার ৫ মাওবাদী

ঝাড়খণ্ডের পালামু জেলার পদওয়া এলাকা থেকে শনিবার ৫জন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ । ইতিমধ্যেই তাদের কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে ।

author-image
New Update
chattis naxal.jpg

নিজস্ব সংবাদদাতা: দেশে লাগাতার বেড়ে চলছে মাওবাদীর সংখ্যা।  শনিবার ঝাড়খণ্ডের পালামু জেলার পদওয়া এলাকার মাধুরী জঙ্গল থেকে ৫ জন মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ।  অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ঋষভ গর্গ জানিয়েছেন, বসু গ্রাম থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  উল্লেখ্য , এই  মাওবাদীদের সঙ্গেই পুলিশের শুক্রবার   ভয়াবহ সংঘর্ষ হয়।  এই ঘটনার পরই পুলিশ তল্লাশি শুরু করেছিল।  ইতিমধ্যেই ঝাড়খণ্ডের পালামু জেলায় জারি হয়েছে সতর্কতা।