Breaking: লাদাখে বড়সড় দুর্ঘটনা! আকস্মিক বন্যায় ভেসে গেল ট্যাংক, মৃত ৫ জওয়ান

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে আকস্মিক বন্যায় ভেসে যান সেনা জওয়ানরা। নিহত হয়েছে ৫ জন জওয়ান।

author-image
Probha Rani Das
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় নদী পারাপারের ট্যাঙ্ক মহড়ার সময় একটি দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ট্যাঙ্কে একজন জেসিও ও চার জওয়ান সহ পাঁচ জওয়ান ছিলেন।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দৌলত বেগ ওল্ডি এলাকায় নদী পারাপারের মহড়ায় এক জেসিও ও চার জওয়ান সহ পাঁচ ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। 

Adddd