New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে বড়সড় গাঁজা পাচারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ। মাছের ব্যবসার আড়ালে গোপনে গাঁজা পাচারের পরিকল্পনা করছিল এক চক্র। কিন্তু পুলিশের তৎপরতায় শেষমেশ ধরা পড়ে যায় সেই চক্রান্ত।
/anm-bengali/media/media_files/VQkjDpNcwBJpBAWWIwxI.jpg)
তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় চার কুইন্টাল কুড়ি কেজি গাঁজা। মাদকের এই বিপুল পরিমাণ চালান সীমান্ত পেরিয়ে অন্যত্র পাঠানোর ছক ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় জড়িতদের খোঁজে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। গোটা পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তৎপর গোয়েন্দারা। পুলিশের মতে, মাছের গাড়িকে সামনে রেখে এমন চক্র আরও সক্রিয় থাকতে পারে সীমান্ত এলাকায়। এই সাফল্যে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন ঊর্ধ্বতন কর্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us