দায় অমিত শাহের! পাল্টা সভায় সরাসরি নিশানা ফিরহাদের

''বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকালে তার দায় আপনার।গরুর টাকা নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রক। আর বিএসএফের রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রক।''

author-image
Pallabi Sanyal
New Update
firhad hakim in siuri

Firhad Hakim in Siuri


নিজস্ব সংবাদদাতা : সিউড়ির সভা থেকে গরু পাচার মামলা নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ওপর দায় চাপিয়ে তিনি বলেন, ''বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকালে তার দায় আপনার।গরুর টাকা নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রক। আর বিএসএফের রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রক।''