"নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানে কাঁদানে গ্যাসের সেল, জলকামান ছুঁড়ে আন্দোলনরত প্রতিবাদীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। ঠিক এই মুহূর্তে দমকল আনিয়ে জলকামান রিফিল করছে পুলিশ। অনবরত ফাটানো হচ্ছে টিয়ার সেল। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। "