/anm-bengali/media/media_files/kB88x43ponbd56xBAdaT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুদানে লাগাতার চলছে সংঘর্ষ। এই সংঘর্ষের মাঝে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বুধবার একটি তথ্য প্রকাশ করে। আইওএম জানিয়েছে , সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ২হাজারেরও বেশি বাসিন্দা। ইতিমধ্যেই সুদানে ১ সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবুও , সুদানে কমেনি সংঘাত। এই পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। এই মহাসংকটের মাঝে সুদানের পাশে এসে দাঁড়িয়েছে জাতিসংঘ।
#BREAKING Fighting displaces more than one million inside Sudan: IOM pic.twitter.com/URx90UbXQ1
— AFP News Agency (@AFP) May 24, 2023