আলো নিভিয়ে ঘরে থাকার নির্দেশ, ফিরোজপুরে চরম সতর্কতা

পাকিস্তানি আগ্রাসনের সম্ভাবনায় ফিরোজপুরে বাড়তি সতর্কতা, রাত ৮টায় বাড়ির আলো নিভিয়ে রাখার অনুরোধ, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।

author-image
Debapriya Sarkar
New Update
blackout

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাঞ্জাবের ফিরোজপুর জেলায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে এক পরামর্শবার্তায় জানানো হয়েছে, আজ রাত ৮টা থেকে সব বাসিন্দাকে স্বেচ্ছায় নিজেদের বাড়ির আলো নিভিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য পাকিস্তানি আগ্রাসনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

blackout-by-lucas_knappe-EyeEm-AdobeStock

জেলা কালেক্টরের জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যান। কোনও রকম হুমকির আশঙ্কা থাকলে বাসিন্দাদের তা আগাম জানিয়ে দেওয়া হবে।

এই পরিস্থিতিতে ফিরোজপুর জেলার সমস্ত স্কুল ও কলেজ আগামীকাল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।