IND vs PAK: মাঠ শুকোতে নিয়ে আসা হয়েছে পাখা!

বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা স্টেডিয়ামের কর্মীদের। যে কোনও উপায়ে হোক মাঠ শুকিয়ে নিতে হবে এখন এটাই তাদের লক্ষ্য যাতে আবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু করা যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: আম্পায়ারদের নজরদারিতে মাঠে নিয়ে আসা হয়েছে পাখা। মাঠ শুকোতে পাখা আনা হয়েছে। ভিজে জায়গায়গুলোয় হাওয়ার সাহায্যে কিছুটা শুকিয়ে নেওয়া যদি যায় সেটাই এর উদ্দেশ্য। একটি স্ট্যান্ডে তিনটি পাখার সারি রয়েছে যা চালিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে। রাত ৮টা ৩০ মিনিটে পুনরায় সরকারিভাবে মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।