New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আম্পায়ারদের নজরদারিতে মাঠে নিয়ে আসা হয়েছে পাখা। মাঠ শুকোতে পাখা আনা হয়েছে। ভিজে জায়গায়গুলোয় হাওয়ার সাহায্যে কিছুটা শুকিয়ে নেওয়া যদি যায় সেটাই এর উদ্দেশ্য। একটি স্ট্যান্ডে তিনটি পাখার সারি রয়েছে যা চালিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে। রাত ৮টা ৩০ মিনিটে পুনরায় সরকারিভাবে মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us