বৈষ্ণোদেবী পথে ছদ্মবেশে পরিষেবা! ভুয়ো পরিচয়ে ধরা পড়ল দুই ব্যক্তি

পর্যটকদের ঘোড়ার সার্ভিস দেওয়ার নামে ছদ্মবেশ ধারণ! পুরণ সিং নাম বলে ধরা পড়া ব্যক্তির আসল পরিচয় মনির হুসেন। পুলিশের তৎপরতায় ফাঁস প্রতারণা চক্র।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার বৈষ্ণোদেবী যাত্রাপথে ভুয়ো পরিচয়ে ঘোড়ার পরিষেবা দেওয়ার অভিযোগে ধরা পড়ল দুই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রী গীতা মাতা মন্দিরের কাছে নিয়মিত টহল দেওয়ার সময় এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

publive-image

প্রথমে নিজেকে পুরণ সিংহ নামে পরিচয় দিলেও যাচাই-বাছাইয়ের পর জানা যায়, তার আসল নাম মনির হুসেন। সে অন্য একজনের অনুমোদিত সার্ভিস কার্ড ব্যবহার করে যাত্রীদের ঘোড়ার পরিষেবা দিচ্ছিল। এভাবে বেআইনি ভাবে পরিষেবা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে কাত্রা থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর সঙ্গে আরেকজনও যুক্ত ছিল। দু’জনের বিরুদ্ধেই আইনের উপযুক্ত ধারায় এফআইআর দায়ের হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।