New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/GKbvKVxJ1aW3HpEPT1KV.jpg)
নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, যা শতাংশের হিসেবে ৯৯.৪৩%! এই অসাধারণ সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তার পরিবার, স্কুল এবং শিক্ষক-শিক্ষিকারা।
/anm-bengali/media/media_files/1JMIHbwvhw0bZCz1sVYj.png)
অদৃত জানিয়েছে, নিয়মিত পড়াশোনা আর ধৈর্যই তার এই সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতে সে কোন পথে এগোতে চায়, তা নিয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ অদৃতের এই সাফল্যে গর্বিত। তারা জানিয়েছে, অদৃত সর্বদা মনোযোগী ও পরিশ্রমী ছাত্র ছিল। তার এই কৃতিত্ব ভবিষ্যতের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন শিক্ষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us