New Update
/anm-bengali/media/media_files/Z5w1ttc4FD93G2QHcpMr.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূলের বিরুদ্ধে সব হলেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি টুইট করে বলেন, ‘তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরান সোরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দেন। তারা এসটি সম্প্রদায়ের অন্তর্গত। আজ তৃণমূলের গুন্ডারা তাদের তৃণমূলে ফিরে যেতে বাধ্য করে এবং দন্ডবত পরিক্রমা করার কথা বলে তাদের শাস্তি দেয়।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us