/anm-bengali/media/media_files/yequBuqzNDz7LE7m6O8i.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ। ইউক্রেন ও রুশ সমর্থিত উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রুশ অধিকৃত মারিউপোল শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইস্পাত কারখানায় এই বিস্ফোরণটি হয়েছে বলে জানা গেছে। তবে , এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই মারিউপোল শহরে জারি হয়েছে সতর্কতা। উল্লেখ্য , কারা এই বিস্ফোরণটি ঘটালো তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।