BREAKING: হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য!

সিওপিডিতে দীর্ঘদিন ধরে ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বাড়াবাড়ি হওয়ায় অবশেষে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: গ্রিন করিডোর করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। অ্যাম্বুলেন্স থেকে নামানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান সুচেতনা ভট্টাচার্য। অ্যাম্বুলেন্সে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। 

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর। আজ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে যায়।