New Update
/anm-bengali/media/media_files/At0FstpCVoB4Fx2NtRTC.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ইউরোপীয় স্পেস এজেন্সির জুস প্রোব মহাকাশে পারি দিল। বজ্রপাতের কারণে প্রথম প্রচেষ্টা বাতিল হওয়ার একদিন পর শুক্রবার চাঁদে পারি দিল ইউরোপীয় স্পেস এজেন্সির জুস প্রোব। ইউরোপের স্পেসপোর্ট থেকে আরিয়ান ৫ রকেটে করে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us