New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে লাগাতার জম্মু ও কাশ্মীরে চলছে এনকাউন্টারের ঘটনা। পুলিশ জানিয়েছে , জম্মু ও কাশ্মীরের রাজৌরির কান্দি জঙ্গলের পর এবার বারামুল্লার কারহামা কুঞ্জে ফের এনকাউন্টারের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু, জম্মু ও কাশ্মীরে লাগাতার এনকাউন্টারের ঘটনার জেরে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন। কারা এই এনকাউন্টারের ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
J&K | Encounter has started at Karhama Kunzer area of Baramulla. Police and security forces are on the job. Further details shall follow: Kashmir Zone Police
— ANI (@ANI) May 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us