New Update
/anm-bengali/media/media_files/2025/05/10/Xx1GYxS3HjDcMzeJKXVL.png)
নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬:৩০টা নাগাদ বড়সড় এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে চলেছে সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, এই ব্রিফিংয়ে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সীমান্তে সেনা মোতায়েন এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে।
/anm-bengali/media/media_files/2025/05/10/c15D05v2R2xn09GnQmpV.png)
জানা গিয়েছে, এই ব্রিফিংয়ে সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যুদ্ধবিরতির পরেও একাধিকবার পাকিস্তান পক্ষের উসকানিমূলক কর্মকাণ্ড এবং আকাশসীমা লঙ্ঘনের প্রেক্ষিতে ভারতের জবাবদিহি ও প্রস্তুতি নিয়ে জানানো হবে বিস্তারিত। এই ব্রিফিংকে ঘিরে দেশজুড়ে চরম কৌতূহল তৈরি হয়েছে। সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা নজর রাখছেন এই প্রেস কনফারেন্সের উপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us