EVM নিয়ে কারচুপি! নির্বাচন কমিশনের রোষের মুখে কংগ্রেস

এবার নির্বাচন কমিশনের কাছে মুখ পুড়ল কংগ্রেস (Congress) দলের। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে কর্ণাটকে ব্যবহৃত ইভিএম (EVM) দক্ষিণ আফ্রিকায় মোতায়েন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার নির্বাচন কমিশনের কাছে মুখ পুড়ল কংগ্রেস (Congress) দলের। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে কর্ণাটকে ব্যবহৃত ইভিএম (EVM) দক্ষিণ আফ্রিকায় মোতায়েন করা হয়েছে। এদিকে কংগ্রেসের এহেন দাবিকে নস্যাৎ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেইসঙ্গে নির্বাচন কমিশন আরও বলেছে যে এই ধরনের মিথ্যা তথ্য যারা ছড়াচ্ছে তাঁদের প্রকাশ্যে আনতে হবে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দক্ষিণের এই রাজ্যে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তৈরি নতুন ইভিএম ব্যবহার করা হয়েছে।