New Update
/anm-bengali/media/media_files/2024/10/26/dyihDiHz6NeFejg7Xn01.jpg)
নিজস্ব সংবাদদাতা : টাকা শেয়ারে বিনিয়োগ করে লভ্যাংশ দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে আরামবাগে একসঙ্গে পাঁচটি স্থানে তল্লাশি চালিয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা। অভিযোগ, অনেকে শেয়ারে টাকা দিয়েছিলেন লাভের আশায়, কিন্তু প্রকৃতপক্ষে তা Ponzi স্কিমের মতো মিথ্যে লভ্যাংশ দেওয়ার কৌশল ছিল।
/anm-bengali/media/media_files/SGMHpgV5AnIRiZ8lU0pD.png)
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রতারণার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বেশ কয়েকজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইডির তল্লাশি অভিযান চলমান এবং তদন্ত থেকে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us