BREAKING: কয়লা স্ক্যাম! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীকে তলব করল ED

কয়লা পাচার মামলায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সমন পাঠাল ইডি। তার আগে বিমানবন্দরে তাঁকে বিদেশ যাওয়ার পথে আটকানো হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বিদেশযাত্রার পথে বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয় আজ। দুবাইয়ে যাওয়ার পথে আটকানো হয় তাঁকে। বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে নোটিশ ধরাল ইডি। বৃহস্পতিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। 

রুজিরা ইমিগ্রেশনে পৌঁছলে তাঁকে বলা হয় বিদেশে যেতে পারবেন না। পরিবার জানায় যে সুপ্রিম কোর্টের শর্তাধীন নির্দেশ ছিল যে তিনি বিদেশ যেতে পারেন। তবে যাওয়ার আগে নাকি তাঁকে চিঠি দিয়ে সেই তথ্য জানাতে হবে। সেই আদেশ মেনেই নাকি ইডিকে চিঠি দিয়ে বিদেশে যাওয়ার কথা জানিয়েছিলেন রুজিরা। মা গুরুতর অসুস্থ বলে দুবাইয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন রুজিরা। কিন্তু আটকাল অভিবাসন দফতর।