New Update
/anm-bengali/media/media_files/o5dfTmmPw1YCF4RpD5w2.jpg)
গরু কারবারী আব্দুল লতিফকে তলব করল ইডি
নিজস্ব সংবাদদাতা : ফের দিল্লির দফতরে ইলামবাজারের গরু কারবারী আব্দুল লতিফকে তলব করল ইডি। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ২ দিন আগে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজু হত্যাকাণ্ডের সময় লতিফকে ঘটনাস্থলেই ঘোরাফেরা করতে দেখা যায় ভাইরাল ভিডিওতে। এরপর গরু পাচার মামলায় ফের তাকে তলব করল ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us