Breaking : আর উপায় নেই, বিচারককে নিজের হাত দেখালেন পার্থ

ভার্চুয়াল শুনানিতে বিচারককে দেখানো হয় পার্থর আঙুলের আংটির ছবি। বিচারক পার্থর হাত দেখতে চাইলে পার্থর সওয়াল, স্বাস্থ্যের কারণে তিনি আংটি পরেছেন। জেলের আইন তিনি জানতেন না।

author-image
Pallabi Sanyal
New Update
Partha Chatterjee

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটি! নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে তোলা হলে বিষয়টি আদালতে তুলে ধরে প্রভাবশালী তত্ত্বে ফের তার জামিনের বিরোধিতা করল ইডির আইনজীবী।  ইডির তরফে সওয়াল করা হয়, জেল ম্যানুয়াল বলছে, জেলের ভিতরে পরা যায় না কোনো অলঙ্কার। প্রশ্ন ওঠে,  এতদিন জেলে থাকার পরেও কীভাবে পার্থ নিয়ম ভাঙলেন? পাল্টা পার্থর আইনজীবী বলেন যে পার্থ কী করে জানবেন জেলের বিধি? এদিকে, ভার্চুয়াল শুনানিতে বিচারককে দেখানো হয় পার্থর আঙুলের আংটির ছবি। বিচারক পার্থর হাত দেখতে চাইলে পার্থর সওয়াল, স্বাস্থ্যের কারণে তিনি আংটি পরেছেন। জেলের আইন তিনি জানতেন না।