New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: পুর নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে এবার দেড় হাজার চাকরি। ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে হওয়া পুর নিয়োগ এবার ইডির স্ক্যানারে। ওই সময়ের মধ্যে কিভাবে হয়েছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন? ওএমআর শিট কারচুপি হয়েছিল কিনা খতিয়ে দেখছে ইডি। নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের ABS ইনফোজোনের? সব জানতে চায় এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us