New Update
/anm-bengali/media/media_files/IMjPhLpyrhOio85wtnMT.jpg)
নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল ইডির আধিকারিকেদের তল্লাশির সম্মুখীন হয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি ছাড়াও তল্লাশি চলছে বেহালার একাধিক এলাকায়। বর্তমানে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে সম্পর্কৃত ১০ টি স্থানে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এছাড়াও তল্লাশির সম্মুখীন হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রের বন্ধু প্রণব দে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us