কয়লা কেলেঙ্কারি! কংগ্রেস নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

কয়লা কেলেঙ্কারিকাণ্ডে তদন্তের সময় ইডি কর্মকর্তারা সূর্যকান্ত তিওয়ারির সাথে কংগ্রেস বিধায়ক, আইএএস অফিসার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক সংযোগের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন।

author-image
SWETA MITRA
New Update
ed.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কয়লা কেলেঙ্কারিকাণ্ডে ফের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কুখ্যাত কয়লা ব্যবসায়ী সূর্যকান্ত তিওয়ারির সঙ্গে সম্পর্কিত কংগ্রেস বিধায়ক, আইএএস অফিসার এবং ব্যবসায়ীদের ৫১.৪০ কোটি টাকার ৯০টি সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। ছত্তিশগড়ে অবৈধ কয়লা উত্তোলন কেলেঙ্কারির চলমান তদন্তের অধীনে এই অভিযান শুরু হয়েছিল। এই মামলায় আইএএস অফিসার রানু সাহু, কংগ্রেস বিধায়ক দেবেন্দ্র যাদব, চন্দ্রদেব প্রসাদ রাই এবং আরপি সিং, বিনোদ তিওয়ারি, রাম গোপাল আগরওয়াল সহ অন্যান্যদের নাম জড়িয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে স্থাবর সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, গয়না এবং নগদ অর্থ।