New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ঘুষ নেওয়ার অভিযোগে ওড়িশায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর ডেপুটি ডিরেক্টর চিত্তরঞ্জন রঘুবংশীকে গ্রেপ্তার করল সিবিআই।
/anm-bengali/media/media_files/2024/12/16/YtmJ5u7ZDccGQb2QGxS5.jpg)
তদন্তকারীদের দাবি, এক ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে তিনি মোটা অঙ্কের ঘুষ চেয়েছিলেন। গোপন নজরদারিতে ধরা পড়ার পর তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়।সিবিআই-এর হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। আরও কেউ এই দুর্নীতিতে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us